ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২০
বিশেষ প্রতিবেদক, কালীগঞ্জ॥
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের পক্ষ থেকে পুলিশ, সাংবাদিক, ডাক্তার, মসজিদের ইমাম ও মোয়াজ্জেমসহ সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে থানা সড়কের দলীয় কার্যালয়ের সামনে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহবুবার রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কমিশনার আনোয়ার হোসেন, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জেল হোসেন তপন, উপজেলা তাঁতীদলের আহবায়ক আজিজুল ইসলাম বাটুল, পৌর তাঁতীদলের আহবায়ক রবিউল ইসলাম, শ্রমিক নেতা ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল টিটো, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মারুফ বিল্লাহ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মৌসুম উদ্দিন শোভন প্রমুখ। পরে বিভিন্ন মসজিদ, ডাক্তার, পুলিশ, সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে প্রায় ৫০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
Design and developed by zahidit.com