ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরিফুল ইসলাম নামের এক পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে এক গ্রাম্য চিকিৎসক ও তার ভাইয়ের বিরুদ্ধে। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলীম হোসেন, সদর উপজেলার নলডাঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্য শরিফুল ইসলাম কালীগঞ্জ থেকে ক্যাম্পে ফিরছিল। পথে নলডাঙ্গা রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলা গ্রাম্য চিকিৎসক সাজ্জাদুল ইসলাম সেতুর মোটর সাইকেলের সাথে সংঘর্ষের উপক্রম হয়। মোটর সাইকেল চালানো অবস্থায় কথা বলতে নিয়ে করা নিয়ে তর্কবিতর্ক হয়। এতে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই চিকিৎসক ও তার ভাই শাওন তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থান অবনতি হলে উন্নত চিকিৎসার যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
Design and developed by zahidit.com