ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
করোনা ভাইরাসের কারনে দেশ আজ লকডাউন অবস্থা। অফিস আদালত, গার্মেন্টস বন্ধ হয়ে হাজার হাজার মানুষ অসহায় হয়ে পড়েছে। যানবাহন চলাচলসহ সবকিছু বন্ধ হয়ে গেছে। দিনমজুরসহ নিন্ম আয়ের মানুষ আজ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। দেশের এ কান্তিকালে এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গরীব দুস্থ ও অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছে। অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের ন্যায় এসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে রোটারী ক্লাব অব কালীগঞ্জ। মঙ্গলবার বিকেলে রোটারী ক্লাব অব কালীগঞ্জের পক্ষ থেকে ১০০ জন গরীব দুস্থদের মধ্যে চাল, ডাল, তেল ও সাবান বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গরীব,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় রোটারী ক্লাব অব কালীগঞ্জের রোটারিয়ান নাজমুল হুদা ডিলাক্স, মশিয়ার রহমান, নাসির আহমেদ, ফিরোজুল হক, স্বপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রোটারী ক্লাব অব কালীগঞ্জের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Design and developed by zahidit.com