ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক ঝিনাইদহ জেলা সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পানচাষী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড আব্দুল হামিদের ৪র্থ ম্ত্যৃুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) প্রায়ত নেতার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পার্টির ঝিনাইদহ জেলা শাখা ও কালীগঞ্জ উপজেলা শাখা যৌথভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। এসব কর্মসুচীর মধ্যে ছিল বিকেল ৪ টায় মরহুম নেতার গ্রামের বাড়ি কালীগঞ্জ উপজেলার কামারাইল গ্রামে গমন, পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়, দোয়ার অনুষ্ঠান, মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও ও স্মরণসভা। পার্টির কলাীগঞ্জ উপজেলা সভাপতি কমরেড আমির হামজা বাবলুর সভাপতিত্বে স্মরণ সভায় পার্টির জেলা সাধারন সম্পাদক কমরেড অরুন ঘোষ, জেলা নেতা অধ্যাপক নিমাই দে, অধ্যক্ষ আসাদুজ্জামান, মোশাররফ হোসেন, কালীগঞ্জ উপজেলা সাধারন সম্পাদক ও জেলা নেতা রেজাউল ইসলাম, উপজেলা নেতা ডাক্তার আঃ কুদ্দুস, জয়দেব কুমার দাশ, বাহার আলী, হুুমায়ুন কবির মন্টু, কলীগঞ্জ পৌর সাধারন সম্পাদক প্রভাষক বিপ্লব কুমার বিষ্ণু ও মরহুম নেতার পরিবারের পক্ষ থেকে তার ভাগ্নে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন। বক্তাগণ তাদের স্মৃতিচারণে প্রয়াত নেতা কমরেড আব্দুল হামিদের জীবন-সংগ্রাম অনুসরণ ও তার সমাজ বিপ্লবের অসমাপ্ত কাজকে এগিয়ে নেয়ার জন্য ওয়ার্কার্স পার্টির প্রতিটি নেতা-কর্মী -সমর্থকদের প্রতি আহবান জানান।
প্রয়াত নেতা কমরেড আব্দুল হামিদ ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িত ছিলেন। জীবদ্দশায় তিনি কালীগঞ্জে অসংখ্যা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। তিনি কৃষক আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেন। এ্যাজমা, হার্ট, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ১৭ মার্চ এই নেতা মৃত্যুবরণ করেন।
Design and developed by zahidit.com