কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপিত

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে  বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপিত

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ ॥
ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার রাত ১২ টা ০১ মিনিটে স্মৃতিসৌধে মোমবাতী প্রজ¦লন করা হয়। এরপর সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সহকারি কমিশনার (ভূমি) ভুপালী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও কালীগঞ্জ থানার অফিসার- ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া।
এছাড়া সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষ রোপন, পরিচ্ছন্ন অভিযান শেষে মুজিব বর্ষের কেক কাটা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শামিমা শারমিনের পরিচালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাসাপাতালে ডাক্তার, নার্সসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীগন।
অনুরুপভাবে শিল্পী সুভাষ দাসের আয়োজনে তার নিজ হাতে তৈরি করা ভাস্কর্যে পুস্পার্ঘ্য অর্পন করেন আনোয়ারুল আজীম আনার। পরে সেখানে কেক কেটে জন্মশতবার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা , বঙ্গবন্ধু স¥ৃতি পাঠাগারের সভাপতি মিরাজুল হক প্রমুখ। অপরদিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানানভবে জন্মশত বার্ষিকী পালন করে। অপরদিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানানভবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন করে।

এ সংক্রান্ত আরও সংবাদ