ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥ ১৫ ফেব্রুয়ারি’২০২০
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এক এসএসসি পরীক্ষার্থীর খাতা উধাও এর ঘটনায় কেন্দ্রটি পরিদর্শন করেছেন তদন্ত কমিটি। শনিবার সকালে তদন্ত কমিটির প্রধান উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা ও সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা কেন্দ্রটি পরিদর্শন ও পরীক্ষা কক্ষের সিসিটির ফুটেজ দেখে এসেছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদক শিগগিরই যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাবো।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ছিল এসএসসির কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা। ওই কেন্দ্রের ১ নং কক্ষে দুই কক্ষ পরিদর্শক ৪১টি খাতা নিয়ে যান। এরপর পরীক্ষা শেষে ৪০টি খাতা জমা দেন। এরপর খাতার টপশিটে লেখা রোল নম্বর মিলিয়ে দেখেন হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজা ইয়াসমিনের খাতা নেই।
Design and developed by zahidit.com