ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ
এসএসসি পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে বেপরোয়াভাবে মোটরসাইকলে চালানোর অপরাধে এক পরীর্ক্ষাথীসহ ৩ ছাত্রকে মোবাইল কোর্টে তিন হাজার টাকা জরমিানা করা হয়ছে। বুধবার দুপুরে কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা এ জরিমানা করেন। এরা হলো-মোচিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাগর হোসনে (১৭), শহররে ঢাকালে পাড়ার সাজদি হোসনে (১৫) ও হৃদয় হোসনে(১৬)।
মোবাইল কোর্ট সূত্রে জানাগেছে, বুধবার দুপুরে নলডাঙ্গা ভূষণস্কুল কেন্দ্রে এসএসসরি আইসিটি পরীক্ষা চলছলি। এ সময়ে পরীর্ক্ষাথী সাগর তার দুই বন্ধুকে নিয়ে কন্দ্রেরে সন্মুখইে বেপরোয়াভাবে মোটর সাইকলে চালাচ্ছিল। কেন্দ্রে উপস্থিত ইউএনও সূর্বণা রানী সাহা এ দৃশ্য দেখে তাৎক্ষনিকভাবে নির্দেশ দিলে পুলিশ মোটরসাইকলেসহ ওই ৩ শিক্ষার্থী কে আটক করে।পরে মোবাইল কোর্ট বসিয়ে তাদের প্রত্যকে এক হাজার টাকা করে তিন জনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, থানার এসআই কাজী আবুল খায়ের উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে উপস্থতি ওই ছাত্রদরে অভভিাবকগন তাদরে সন্তানরা প্রাপ্তবয়স্ক না হওয়া র্পযন্ত মোটরসাইকলে চালাবে না বলে ইউএনওর কাছে মৌখকি ভাবে অঙ্গীকার করনে।
উপজেলা নির্বাহী অফিসার সুবর্না রানী সাহা জানান, পরীক্ষা কেন্দ্রে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর অপরাধে তাদের প্রত্যককে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Design and developed by zahidit.com