ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
জেএসসি ও পিইসি (২০১৯) পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৬শ শিক্ষার্থী পোস্ট কার্ডে তাদের স্বপ্ন লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে পাঠিয়েছেন। তারা বড় হয়ে কি হবে? কেমন বাংলাদেশ চাই এসব কথা প্রধানমন্ত্রীর কাছে লিখেছেন ক্ষুদে শিক্ষার্থীরা। শনিবার ঝিনাইদহের কালীগঞ্জের স্¦েচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও ইয়ুথ ইগেইনষ্ট হাঙ্গার এসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে এসব শিক্ষার্থীরা প্রধামন্ত্রীর কাছে তাদের স্বপ্ন লিখে জানান।
তোমার শানিত মেধায় গড়ে উঠুক ক্ষুধা মুক্ত মানবিক বাংলাদেশ এই স্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও হাঙ্গার ফ্রি ওয়ার্ন্ড ৬শ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত মেধাধী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে ক্ষুদে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভা মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডা: আবু সাইদ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, এরিয়া কো অডিনেটর সোহেল আহমেদ খান প্রমুখ। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার ৬শ শিক্ষার্থীকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
Design and developed by zahidit.com