কালীগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

কালীগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য  দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম হাজাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষন সেন্টারের (টিটিসি) অধ্যক্ষ রোস্তম আলী।
সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
সেমিনারে বিদেশ গমনের পূর্বে করণীয় সর্ম্পকীয় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রদর্শণ করেন ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ সেন্টারের অধ্যক্ষ রোস্তম আলী। এছাড়া তিনি বলেন, যাতে আমরা প্রতারিত না হই সেজন্য বিদেশ গমনের পূর্বে অবশ্যই জেনে বুঝে যাব। আমাদের কি কাজ, কোথায় যাচ্ছি, পাসপোর্ট, ভিসা, ভাষাগত দিক জানাসহ বিভিন্ন পয়েন্টের উপর আলোচনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ