ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেক্স ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে স্বপন হোসেন (৩৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন হোসেন একই গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। এ ঘটনায় তার ভাই মিল্টন হোসেন গুরুতর আহত হন। আহত মিল্টন হোসেনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ হোসেন খান জানান , নিহত ইউপি সদস্য স্বপনের নব নির্মিত বাড়িতে পানির লাইনের কাজ করে মিস্ত্রি শামিম ও সাকিব নামে দুই ভাই। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহেশপুরের পুড়োপাড়া বাজারে কাজের মুজুরীর টাকা আনতে গিয়ে নিহত স্বপনের সাথে মিস্ত্রি শামিম ও সাকিবের তর্ক বিতর্ক হয়। এই ঘটনার জের ধরে বৃহষ্পতিবার রাত ৯ টার দিকে শামিম, সাকিব ও তাদের পিতা হামিদ একজোট হয়ে নিহত স্বপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কাছা কাছি তিন রাস্তার মোড়ে নিয়ে যায়। সেখানে যাওয়া মাত্রই তারা স্বপনকে ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় স্বপনের চিৎকারে তার ভাই মিল্টন বাড়ি থেকে বের হয়ে এসে ভাইকে ঠেকাতে যায়। ঘাতকরা স্বপনের ভাই মিল্টনকেও কুপিয়ে গুরতর আহত করে । এই সময় ইউপি মেম্বর স্বপন হোসেন মারাত্বক আহত অবস্থায় দৌড়ে পালাতে গিয়ে রাস্তার উপর পড়ে যায় এবং সেখানেয় সে মৃত্যু বরণ করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ হোসেন খান আরো জানান পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। তিনি আরো জানায় নিহত স্বপনের মাথায় ও ঘাড়ে গভীর জখমের চিহ্ন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যা ঘটনায় কোন মামলা হয়নি। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও পুলিশ জানিয়েছে ।
Design and developed by zahidit.com