ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জের মাদ্রাসা ছাত্র কিশোর আল-আমিন (১৩) হত্যার সাথে জড়িত সন্দেহে আটক হওয়া হৃদয় ও সাব্বিরের দেয়া তথ্য অনুযায়ী ব্যবহৃত ছুরি উদ্ধারে মাঠে নেমেছে ঝিনাইদহ পিবিআই (পুলিশ ব্যুরো অফ ইনভেষ্টিগেশন)। আসামীদের দেখিয়ে দেয়া এবং তাদের উপস্থিতিতে বুধবার সকাল ১১ টা হতে পিবিআইয়ের সদস্যরা শহরের আড়পাড়া গ্রামের একটি পুকুরে ডুবুরী নামিয়ে ছুরি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। কিন্ত পুকুরে পানি বেশি এবং তা অত্যন্ত ঠান্ডা হওয়ায় ডুবুরীদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। সকাল থেকে পুকুরটি পিবি আইয়ের সদস্যরা ঘিরে রেখেছে।
ঝিনাইদহের পিবিআইয়ের এস আই সোহেল আহম্মেদ জানান, এ হত্যা মামলার আটক আসামীদের দেয়া তথ্য মোতাবেক বুধবার সকাল ১১ টা থেকে একটি পুকুরে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য ডুবুরী নামানো হয়েছে। পুকুরটি গভীর হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এজন্য পানি কমাতে পুকুরে তারা স্যালোমেশিন বসিয়েছেন। তিনি আরও বলেন, হত্যা কাজে ব্যবহৃত ছুরি উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার কাজ শেষ হলেই বিস্তারিত জানাবেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর রাতে বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ শুনতে যাওয়ার পর আল আমিন নিখোঁজ হয়। এর ৪ দিন পর ওই এলাকায় নির্মাণাধীন একটি ৪ তলা ভবনের পেছন থেকে আল আমিনের জবাইকৃত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর হত্যাকান্ডে জড়িত সন্দেহে ওই দুই জন আটক হয়। পরে তারা চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। এরপর পিবিআইয়ের সদস্যরা বুধবার সকাল থেকে আসামীদের দেখিয়ে দেয়া ওই গ্রামের রবিউল ইসলাম ঠান্ডু মিয়ার পুকুরের পানির মধ্যে ডুবুরী নামিয়ে তল্লাশী অব্যাহত রেখেছেন। হত্যার শিকার আল-আমিন বাবা-মায়ের একমাত্র সন্তান। সে শহরের সাওতুল হেরা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
Design and developed by zahidit.com