কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, সুদমুক্ত ঋণ বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করে সংশ্লিষ্ট অধিদপ্তর।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে এক র‌্যালী শহর প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণ রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস,এম জাহাঙ্গীরর সিদ্দিক ঠান্ডু,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন,উপজেলা সমাজসেবা অফিসার কৌশিক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুদন সাহা।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড ও সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ