ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জের নিশ্চিন্তপুর গ্রামের এম এ আজিজ (৩১) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৫ দিন পর অবশেষে মারা গেছেন। বুধবার সকালে ঢাকর শাহাবুদ্দিন মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এম এ আজিজ নিশ্চিন্তপুর গ্রামের রোস্তম আলীর ছেলে ও ভুষিমাল ব্যবসায়ী সাইদুর ইসলামের ভাই।
থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, গত শনিবার কালীগঞ্জ থেকে মটর সাইকেলে করে আজিজ ও তার এক বন্ধু কোটচাদপুরে যাচ্ছিল। পথিমধ্যে কোটচাদপুরের এলাঙ্গি বাজারে পৌছালে বিপরিত দিক থেকে আসা অপর একটি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মটরসাইকেলে থাকা ৪ জনই জখম হয়। স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে এম এ আজিজকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়। গত ৫ দিন যাবৎ শাহাবুদ্দিন মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যায়।
Design and developed by zahidit.com