কালীগঞ্জে খাদ্য অপচয় রোধে সচেতনতামুলক সাইকেল র‌্যালী

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

কালীগঞ্জে খাদ্য অপচয় রোধে  সচেতনতামুলক সাইকেল র‌্যালী

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
“অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে সচেতনতামুলক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড ও যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গার সোমবার এ র‌্যালীর আয়োজন করে। সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক মল্লিকপুর স্মারক বটবৃক্ষ প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়। সাইকেল র‌্যালীতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। র‌্যালিটি নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল, অনুপমপুর, কুল্টিখালী ও বলরামপুর বাজারে সমাবেশ করে।
সেখানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস, বিএসবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্নুর রহমান, ইউপি সদস্য আজিজুর রহমান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো-অডিনেটর সোহেল আহমেদ খান, কমরেড আব্দুস সালাম, কিশোর কুমার কাজল, কমলেশ শর্মা, সোহেল রানা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ