কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২৫ জন আহত

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২৫ জন আহত

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ-
ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী শাপলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের পাতবিলা ফিরোজা ব্রিকসের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসের নীচে এক যাত্রী আটক পড়ে আছে। তাকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া।

 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা থেকে কালীগঞ্জে দিকে শাপলা পরিবহনের একটি বাস আসছিল। দুপুরে বাসটি উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে উল্টে পড়ে যায়। এ সময় সকল যাত্রী খাদের মধ্যে বাসের নীচে আটক পড়ে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ যেয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুলতান আহমদে জানান, তারা ২৫ জনের মত রোগীদের চিকিৎসা দিয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের নাম ঠিকানা এখনো এন্ট্রি করা হয়নি। একের পর এক রোগী আসছেন এবং তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মামুনুর রশীদ জানান, দুর্ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কতজন আহত তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া বলেন, যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অনেক যাত্রী আহত হয়েছে। নিহতের কোন খবর তাদের কাছে নেই। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।