ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পান্তাডাঙ্গা স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল পান্তাডাঙ্গা দাখিল মাদ্রাসায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে ক্যম্পেইন। । এই ক্যাম্পে প্রায় ১৫০ জন মানুষকে চিকিৎসা প্রদান করা হয়।
ক্যাম্পেইনে প্রচুর লোকের সমাগম হয়। নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন ধরনের রোগী ডাক্তারের কাছে নানা রোগ নিয়ে কনশালটেশন করেন। এই মেডিকেল ক্যাম্পেইনে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষণ এবং দন্ত রোগর চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পেইনের বিষয়ে জানতে চাইলে পান্তাডাঙ্গা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি আসলাম হোসাইন বলেন, ‘স্বাধীনতা দিবস আমাদের জাতির জন্য একই সঙ্গে বেদনার ও গৌরবের। ঐতিহাসিক এই দিনটিকে ভিন্নভাবে আয়োজন করার জন্য মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে’। ভবিষ্যতেও এই ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Design and developed by zahidit.com