ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় পাওয়ার টিলার উল্টে হেলাল উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রাশেদুল ইসলাম নামের আরও একজন।
শনিবার সকালে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাশিপুর বেদে পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, সকালে কালীগঞ্জ থেকে পাওয়ার টিলারের সাথে ট্রলি লাগিয়ে ধানের বিচালি নিয়ে হেলাল উদ্দিন জীবননগরের খয়েরহুদা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক পাওয়ার টিলারটিকে ধাক্কা দেয়। এতে পাওয়ার টিলার ট্রলিসহ উল্টে রাস্তার পাশে উল্টে হেলাল উদ্দিন ও রাশেদুল ইসলাম আহত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করে। আহত রাশেদুল ইসলামের শারিরীক অবস্থান অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
Design and developed by zahidit.com