কালীগঞ্জে আইন শৃংখলা সভায় মাদক প্রতিরোধসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

কালীগঞ্জে আইন শৃংখলা সভায় মাদক প্রতিরোধসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভা মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুসায়েন সাফায়েত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, নাছির উদ্দীন চৌধুরী, মহিদুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ছানা, আবুল কালাম আজাদ, ইলিয়াস রহমান মিঠু প্রমুখ।
সভায় শহরের মধ্যে যানজট নিরসন, মাদক প্রতিরোধে জোরালো ভুমিকাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ