ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে সভাপতি ও মীর সুলতানুজ্জামান লিটনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় মহেশপুর সরকারী মাধ্যমিক স্কুল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাতুয জুম্মা চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামীলীগের নেতা সাইদুল করিম মিন্টু, শফিকুল ইসলাম অপু, আজিজুর রহমান, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল, পাশ্ববর্তী কালিগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, সাবেক সংসদ সদস্য মইন উদ্দিন মিয়াজী, আব্দুল মান্নান, নবী নেওয়াজ, সাবেক সেনা সদস্য ব্রিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) সালাউদ্দিন মিয়াজী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ প্রমূখ।
বিকাল ৩টা ৩০মিনিটে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মহেশপুর উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা করেন।
Design and developed by zahidit.com