ঢাকা ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ ঝিনাইদহ শহরের মাওলানা ভাষানী সড়কে মঙ্গলবার রাতে কামাল হোসেন (৪৩) ও পলাশ (৩০) নামে দুই জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহ-২ আসনের সরকার দলীয় এমপির পিএস কামাল হোসেন হরিণাকুণ্ডুর বড় ভাদড়া আব্দুল জলিল মন্ডলের ছেলে। তিনি আরাপপুর এলাকায় বসবাস করেন।
অন্যদিকে আহত পলাশ একই উপজেলার ছোট ভাদড়া গ্রামের শাহজামালের ছেলে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মাথায় কোপের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কামাল হোসেন তার অফিসে বসে ছিলেন। এ সময় আকস্মিকভাবে তাকে ও তার সাথে থাকা পলাশকে কুপিয়ে জখম করে।
তবে কে বা কারা এই হামলার সাথে জড়িত তা দলীয় ও পুলিশ সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি।
ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দীন জানান, হামলার সাথে জড়িতদের খুঁজে বের করা হবে।
এদিকে খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আহতদের দেখতে যান।
Design and developed by zahidit.com