পরিত্যক্ত ব্যাগে মিলল ২১৬টি স্বর্ণের আংটি

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯

পরিত্যক্ত ব্যাগে মিলল ২১৬টি স্বর্ণের আংটি

ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ   ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ২১৬টি স্বর্ণের আংটি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাতের দিকে সীমান্তের মাতলার আইট এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িতদের কাউকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা।

ঝিনাইদহ-৫৮ বিজিবি অতিরিক্ত পরিচালক মেজর কামরুল হাসান জানান, বিপুল পরিমাণ স্বর্ণ ভারত থেকে বাংলাদেশে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলার মহেশপুর সীমান্তের মেইন পিলার ৬০/২৭-আর থেকে বাংলাদেশের অভ্যন্তরে মাতলার আইট এলাকায় অভিযান চালায় বিজিবি।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশী করে ২১৬টি ভারতীয় স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। আংটিগুলোর মোট ওজন ৬১২ গ্রাম, যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা।

উদ্ধারকৃত স্বর্ণের আংটিগুলো জেলা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে হয়েছে বলেও জানান মেজর কামরুল হাসান।