ঢাকা ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯
মনোজ মালাকার, কোটচাঁদপুর-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালিনা টি,আই,সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় তোড়পাড় শুরু হয়েছে। সভাপতি পদ নির্বাচন নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের মধ্যে রয়েছে ধোয়াশা। এলাকার সাধারণ মানুষসহ শিক্ষার্থী অবিভাবকরা এখনো পর্যন্ত জানেন না সভাপতি পদে কে নির্বাচিত হয়েছেন! এমনকি বিদ্যালয়ের নোটিশ বোর্ডেও সভাপতি পদ সহ পূর্নাঙ্গ কমিটি নিয়ে কোন প্রকার লিখিত গেজেট প্রকাশ করা হয়নি। এ নিয়ে এলাকায় শিক্ষার্থী অবিভাবক সহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এঘটনায় এলাকাবাসী সুষ্ট তদন্ত পূর্বক সঠিক নিয়মে সভাপতি পদ সহ পূর্নাঙ্গ কমিটি গঠন করতে ঊর্ধত্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানাযায়, গত ২৭ অক্টোবর উপজেলার কুশনা ইউনিয়নের তালিনা গ্রামের টি,আই,সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নির্বাচনের দিন ধার্য করা হয়।
বেলা ২ টার সময় ভোট গ্রহনের বিষয়টি নিয়ে লিখিত ভাবে অবিভাবক সদস্যদেরকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়।
এসময় ৫জন অবিভাবক সদস্যের মধ্যে ৩ জন সদস্য বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। বেলা ৪ টার দিকে বিদ্যালয়ে আসেন নির্বাচন কমিটির প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া। সভাপতি পদের জন্য দুই জন প্রার্থী থাকলেও তাদের মধ্যে হতে সভাপতি প্রার্থী তালিনা গ্রাম আ.লীগের সাধারণ সম্পাদক খোকন উপস্থিত ছিলেন। অন্যদিকে সভাপতি প্রার্থী ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রশিদ মুঙ্গলা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
এমন কি কোন সদস্যও জানেন না আব্দুর রশিদ মুঙ্গলা সভাপতি প্রার্থী হয়েছেন! এবং সেখানে তার নামটিও কোন সদস্য প্রস্তাব করেন নি। তারপরও নিয়ম-নীতির তোয়াক্কা না করে কোন প্রকার নির্বাচনী প্রক্রিয়া ছাড়ায় অনিয়মের মাধ্যমে সেই আব্দুর রশিদই সভাপতি মনোনীত বলে দাবি করা হচ্ছে। এঘটনায় উপস্থিত অবিভাবক সদস্যরা জানান, আমাদেরকে সভাপতি পদ নির্বাচন নিয়ে কিছুই জানানো হয়নি। শুধুমাত্র উপস্থিতি স্বাক্ষর নেওয়া হয়েছে। পরবর্তিতে বিষয়টি নিয়ে তোড়পাড় শুরু হলে কোন প্রকার ঘোষণা ছাড়ায় ঘটনাস্থল ত্যাগ করেন নির্বাচন কমিটির প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া।
এমনকি ঘটনার ৪ দিন পরও নির্বাচিত সভাপতি পদসহ পূর্নাঙ্গ কমিটির গেজেট প্রকাশ করা হয়নি। এলাকায় অভিযোগ আছে বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আতিয়ার রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসারের যোগসাজসে দূর্নিতীর মাধ্যমে সভাপতি পদ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিটির প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, যথা নিয়মে সবার উপস্থিতিতে নাম প্রস্তাবের মাধ্যমে এবং সর্বসম্মতি ক্রমে সভাপতি পদ নির্বাচিত করা হয়েছে।
Design and developed by zahidit.com