ঝিনাইদহের কোটচাঁদপুরে মুক্তিযোদ্ধা অফিসে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৯

ঝিনাইদহের কোটচাঁদপুরে মুক্তিযোদ্ধা অফিসে ককটেল বিস্ফোরণ

কোটচাঁদপুর প্রতিনিধি ঃ  ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শহর মুক্তিযোদ্ধা অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামুন হোসেন নামে সাবেক ছাত্রলীগের এক কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার  সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এ দিকে, নিরাপত্তার স্বার্থে পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডলকে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে ।

ককটেল বিস্ফোরণের সত্যতা স্বীকার করে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সন্ধ্যায় কোটচাঁদপুর শহরের বাজার এলাকায় মুক্তিযোদ্ধা অফিসে কে বা কারা একটি ককটেল ছুঁড়ে মারে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে ছাত্রলীগের সাবেক কর্মী মামুন হোসেন আহত হয়। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা অফিসের সামনে পৌর বিএনপির কার্যালয়ে বসে থাকা পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুলকে জনতার রোষানল থেকে রক্ষার জন্য পুলিশ থানায় নিয়ে আসে। তবে, তাকে আটক দেখানো হয়নি। এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ