ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুরে একটি স্বার্থনেশ্বী মহল সরকারী রাস্তার কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় ২০টি পরিবার পানি বন্ধি জীবন যাপন করছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলেও ভুক্তভোগী পরিবারগুলি কোন প্রতিকার পায়নি।
জানা গেছে, উপজেলার কুলবাড়ীয়া গ্রামের রাস্তার ২টি কালভার্টের মুখ একটি মহল বন্ধ করে দিয়েছে। যার ফলে ২০-২৫টি পরিবার একটু বৃষ্টি হলেই পানি বন্ধি হয়ে পড়ছে। এলাকাবাসী প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করলেও অদ্যবধি কোন প্রতিকার হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শ্বাশতী শীলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি কাজীরবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। কাজীরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা জানান, তিনি একাধিকবার এলাকার লোকজন নিয়ে বসেছেন কিন্তু সামাজিক দ্বন্দ্বের কারনে নিরসন করা সম্ভব হয়নি। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার কে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এলাকাবাসী জানায়, জরুরীভাবে ব্যবস্থা না নেওয়া হলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে। ভুক্তভোগীরা সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
Design and developed by zahidit.com