ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৭
ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা বিদ্যালয়ের এক হাজারেরও বেশী ছাত্র-ছাত্রীর জন্য টিফিন পিরিওডের নাস্তায় পচা-বাসী খাবার সরবরাহ করার অভিযোগের প্রেক্ষিতে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ের মায়ের আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডার এবং নতুন হাটখোলার আনন্দ হোটেলে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা ও জাফর সাদিক চৌধুরী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনার সময় দু’টি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, তৈরি ও পচা-বাসী খাবার বিক্রিসহ অননুমোদিত পণ্য বিক্রির প্রমাণ পায় আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মায়ের আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার এবং আনন্দ হোটেলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। রান্নাঘর ও খাবারের পরিবেশ উন্নয়নের জন্য আনন্দ হোটেলকে ৩০ দিন সময় দেয়া হয়।
পরবর্তীতে উপস্থিত জনসাধারণকে এ বিষয়ে সচেতন করার পর জনসম্মুখে পচা-বাসী ও মেয়াদোত্তীর্ণ খাবার ধ্বংস করা হয়।
Design and developed by zahidit.com