ঢাকা ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯
কোটচাাঁদপুর প্রতিনিধি ঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশে হেফাজতে থাকা অবস্থায় হাতকড়াসহ এক ডাকাতির মামলার আসামি পালানোর ৩৪ দিন পর হাতকড়াটি উদ্ধার করতে সক্ষম হয়েছে কোটচাঁদপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাগমারী গ্রামের বেলেমাঠ পাড়া জয়নাল ফকিরের বাড়ির পিছনের একটি বাগান থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইমরান আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাগমারী গ্রামের মৃত বিশ্বনাথ সরকারের ছেলে কর্মকার বিমল কুমার সরকারকে আটক করা হয়। পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারক্তি মূলক জবান বন্দিতে পলাতক আসামির হাতকড়া ভেঙ্গে খোলে দেওয়ার কথা স্বীকার করে বিমল কুমার সরকার। তার স্বীকারক্তি অনুযায়ী পুলিশ কাগমারী গ্রামে অভিযান চালিয়ে জয়নাল ফকিরের বাড়ির পিছনের একটি বাগান থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। ওসি আরোও জানান, পুলিশ অভিযান অব্যহত রেখেছে। খুব দ্রুত সময়ের মধ্যে পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হবো।
উল্লেখ্য গত ১৬ জুলাই ডাকাতি মামলার এক আসামিকে কোটচাঁদপুর শহরের পৌর পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় সে পালিয়ে যায়।
Design and developed by zahidit.com