ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুরের কাটাখালী নামক স্থানে একটি যাত্রীবাহি বাস অপর একটি বাসের ধাক্কায় রাস্তার পাশে উল্টে গেলে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাটাখালী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫জনের অবস্থা গুরুতর। তাদের কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রী মহেশপুর উপজেলা শিক্ষা অফিসের ওয়ালিউর রহমান রহমান জানান, কালীগঞ্জ থেকে শাপলা পরিবহনের একটি বাস মহেশপুর যাচ্ছিল। এ সময় কাটাকালী নামকস্থানে অপর দিক থেকে আসা রয়েল পরিবহনের যাত্রীবাহি বাসকে সাইড দিতে গিয়ে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এ সময় বাসের ২০ জন যাত্রী আহত হয়। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
মহেশপুর থানার ওসি রাশেদুল ইসলাম রাশেদ জানান, স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
Design and developed by zahidit.com