ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক: ঝিনাইদহে আনিছুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক এম, জি, আযম এ রায় প্রদান করেন। আসামী আনিছুর রহমান জেলার মহেশপুর উপজেলার মকরধজপুর গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০১২ সালের ৩ জুন রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম হইতে ফেন্সিডিল নিয়ে আসামী তার বাড়ি মকরধজপুর যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী আনিছুর রহমানের বাড়ির সামনে থেকে তার শরীর তল্লাশি করে ২৪ বোতল ফেন্সিডিলসহ আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০১২ সালের ৪ জুন তারিখে থানায় মামলা দায়ের করে। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। বিচারক দীর্ঘ শুনানী শেষে আসামী আনিছুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Design and developed by zahidit.com