ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯
মহেশপুর প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের শতবর্ষের পাঠাগার ও ক্লাবের জমি জবর-দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশের এসআই এর বিরুদ্ধে। এলকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, বজরাপুর গ্রামের শতবর্ষের তরুণ সংঘ ও পাঠাগার এর সম্পত্তি একই গ্রামের মৃত মকলেচুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (পুলিশের এসআই) এর বিরুদ্ধে জোরপূর্বক জবর-দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। পাঠাগারের সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোমতাজ উদ্দিন শান্তি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ আইজিপি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে লিখিতভাবে অভিযোগ দিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির এখনও সরহা করতে পারেনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী লুথান জানান, এ ধরনের একটি অভিযোগ তিনিও পেয়েছেন। পাঠাগারের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান জানান, পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান তার লোকজন দিয়ে একাধিকবার পাঠাগারের প্রাচীর ভেঙ্গে দিয়েছে। পাঠাগারের লোকজনকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি আরো বলেন, এই ক্লাবটি অত্র এলাকার ঐতিহ্যবাহী পাঠাগার বা ক্লাব। তাদের পূর্ব পুরুষ এটা তৈরী করে এলাকায় সেবা মুলক কার্যক্রম চালিয়ে আসছিল আমরা তাদেরই উত্তরসূরী। আমরা এর জবর দখলের প্রতিকার চায়। মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি জোরপূর্বক কোন জমি দখল করি নাই। একটি মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে অপবাদ রটাচ্ছে।
Design and developed by zahidit.com