ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক :
ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের সেট কোড অণিয়মের অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার দিকে এসএসসি বাংলা দ্বিতীয়পত্র এমসিকিউ পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান, এসএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে সরকারী বালক বিদ্যালয়ের হলরুমে নিয়ম অমান্য করে একই সেট কোডে এমসিকিউ পরীক্ষা নিচ্ছিল দায়িত্বরত শিক্ষক।
পরে তাদের এ বিষয়ে জিঞ্জাসাবাদ করা হলে তারা কোন স্বদুত্তর দিতে পারেনি। ফলে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদেরকে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।
তিনি আরো বলেন, পরীক্ষা কেন্দ্রে যদি আর কোন ধরনের অনিয়ম হয় তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচীব মিজানুজ্জামান জানান, বহিষ্কৃত শিক্ষকরা হল আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারী এবং মাসুদুজ্জামান।
Design and developed by zahidit.com