ঢাকা ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯
ঝিনাইদহ সংবাদ ডেস্ক :
ঝিনাইদহে বই উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। আজ সকালে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় ও আরাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে উৎসবের উদ্বোধন করা হয়।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো: আকতারুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় নতুন বই পেয়ে খুশিতে আত্নহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। তাদের মাঝে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
শিক্ষার্থীরা জানান, আমাদের খুব ভাল লাগছে নতুন বই পেয়ে। এই বই গুলো আমরা বাড়ি গিয়ে পড়বো, ভাল করে গুছিয়ে রাখবো। কারন নতুন বই পড়তে খুব ভাল লাগে।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জেলায় এক যোগে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়অ হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাকদের বই গুলোর সদ্যবহারের জন্য নির্দেশনা দেওয়অ হয়েছে।
এ বছর জেলার ছয় উপজেলায় ২ লাখ ১০ হাজার ৪’শ ৫২ জন শিক্ষার্থীদের মাঝে ২৮ লাখ ১৯ হাজার ১’শ ৪৩ টি বই বিতরণ করা হবে বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
Design and developed by zahidit.com