ঢাকা ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
ঝিনাইদহ সংবাদ ডেস্ক :
প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের স্বুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রেখে চলেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ।এখান থেকে শিক্ষা গ্রহন করে পরবর্তিতে দেশে, বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে অনেকে।
জানা যায়, পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্ণর আব্দুল মোনেম খান ১৯৬৩ সালের ১৮ অক্টোবর ঝিনাইদহে চরমুরারীদহ এলাকায় ১০৩ একর জমির উপর প্রতিষ্ঠা করেন ক্যাডেট কলেজ। ১৯৬৪ সালের ২৬ এপ্রিল এখানে একাডেমীক কার্যক্রম শুরু হয় আর কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন লে. কর্ণেল এন ডি হাসান। ২য় অধ্যক্ষ ছিলেন ব্রিটিশ আর্মি’র কর্ণেল জেএসএইচ স্মীথার ম্যান।
বর্তমানে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ৩০৬ জন। আয়তনের দিক থেকে ৩য় অবস্থানে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল সহ সার্বিক বিচারে শীর্ষ অবস্থানে রয়েছে কলেজটি।
ঝিনাইদহ ক্যাডেট কলেজে মনোরম পরিবেশে শিক্ষার্থীদেরকে পাঠদান করা হয়। নিয়মিত শরীর চর্চার পাশাপাশি খেলা-ধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডেও দক্ষ করে গড়ে তোলা হয়। ফলে প্রতি বছরই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জন করছে শিক্ষার্থীরা।
এখান থেকে শিক্ষা গ্রহন করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, চিকিৎসা সেক্টর সহ সরকারী-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে অনেকে।শুধু দেশেই সীমাবদ্ধ নয়, বহি:বিশ্বেও ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশ তথা ঝিনাইদহ জেলার মুখ উজ্জল করছেন।
ইন্টারন্যাশনাল পাবলিক স্পিকিং কম্পিটিশন এ অংশ গ্রহন যার চুড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হয় লন্ডনে।এছাড়াও দেশে বিদেশে বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে ভাল করছে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্ররা।
যেমন, বাংলাদেশ স্বশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ও জেলার কৃতি সন্তান লে. জেনারেল মো: মাহফুজুর রহমান।মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র একজন বিজ্ঞানী হিসাবে দায়িত্ব পালন করছেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের শিক্ষার্থী মোস্তাক হোসেন। কম্পিউটার জগতের একটি বড় নাম ইনটেল। সেই ইনটেলের সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত রয়েছে প্রকৌশলী সাইদ আকমল। বাংলাদেশের বর্তমান নৌ-পুলিশের ডিআইজি শেখ মো: মারুফ হাসান, বিশিষ্ট অভিনেতা তৌকির আহমেদ ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন।এমনই নানা সেক্টরে দায়িত্ব পালন করছে ঐতিহ্যবাহী এই ক্যাডেট কলেজের ছাত্ররা।
ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কর্ণেল সাদীকুল বারী পিএসসি জানান, কলেজের শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদান, ছাত্রদের চেষ্টার ফলেই কলেজটি থেকে বিভিন্ন পরীক্ষায় ছাত্ররা ভাল ফলাফল করছে এবং স্বু-শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখছে।
(ক্যাম্পাস ঘুরে – পর্ব – ২)
Design and developed by zahidit.com