কোটচাঁদপুরে ১’শ ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৮

কোটচাঁদপুরে ১’শ ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার

কোটচাদপুর প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ১’শ ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর, মাঠপাড়া বাজারের চৌরাস্তা মোড় থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় পুলিশ মাদক ব্যবসার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে না পারলেও মাদক চালানে ব্যবহৃত আকটি আলমসাধু গাড়ী জব্দ করে। এব্যাপারে এজহার ভুক্ত এক আসামী সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

 

কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক সৈয়দ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বলুহর রামচন্দ্রপুর এলাকা দিয়ে আলমসাধু গাড়িতে বহন করে ফেন্সিডিল পাঁচার হচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অবস্থান করে। পওে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা আলমসাধু গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশী করে ১’শ ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা ফেন্সিডিল উদ্ধারের ঘটনা নিশ্চিত করে জানান, এব্যাপারে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) টেবিলের ৩(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ