কোটচাদপুরে অাশরাফ উদ্দিনের বই ‘অগ্রপথিক’-এর মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৮

ঝিনাইদহ সংবাদ ডেস্ক :

ঝিনাইদহের কোটচাঁদপুরে কবি ও গবেষক মোঃ অাশরাফ উদ্দিনের জীবনী ভি‌ত্তিক গ‌বেষণা বই ‘অগ্রপথিক’ এর প্রকাশনা উৎসব ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩অাগস্ট) কোটচাঁদপুর পৌর পাঠাগারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সরকারী কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ বদিউজ্জামান খান বলেন,  অগ্রপথিক বইটি বর্তমান প্রজন্মের কাছে কবি শামসুদ্দিন অাহমদকে নতুনভাবে উপস্থিত করবে। অাশা ক‌রি এ বই‌টি তরুণ প্রজনন্মের কা‌ছে ক‌বি শামসু‌দ্দিন‌ কে  অা‌রো প‌রি‌চিত অার গুরুত্ববহ ক‌রে তুল‌বে।   অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি বিমলভৌমিক ও সঞ্চালনা করেন কবি ও গবেষক মোঃ অাশরাফ উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্নক্ষেত্রে অবদানের ৬জন গুণীব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। কবি ও কিংশুক সম্পাদক জিয়ারুল হোসেন কে সাহিত্যে, গীতিকার ও সংগীতশিল্পী শামসুজ্জামান তপনকে সংগীতে, দেশবরেণ্য কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ার কে সাহিত্যে, অাবৃত্তিকার ও সমাজসেবক ফরহাদ খান কে সমাজসেবায়, কবি শাজান শীলন কে সাহিত্যে, শিশু সাহিত্যিক কামাল হোসাইন কে সাহিত্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কোটচাঁদপুর সাহিত্য পরিষদের প্রকাশনা অগ্রপথিক বইটি ৪০দশকের অন্যতম কবি শামসুদ্দিন অাহমদের জীবনী মূলক বই।
উ‌ল্লেখ্য, অগ্রপ‌থিক বইটিতে কবি শামসুদ্দিন অাহমদের কর্ম ও সাহিত্য জীবন তুলে ধরা হয়েছে।
বইটি লেখ‌কের প্রকা‌শিত প্রথম বই।

এ সংক্রান্ত আরও সংবাদ