ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৮
বিশেষ প্রতিবেদক:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ২ দিন ব্যাপী কৃষি ভিত্তিক এক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে আইএফডিসি’র আয়োজনে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও ওয়ালমাট ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার কুশনা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণে ৪০ জন কৃষাণীদের সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প (এভিপিআই) এর আওতায় গ্রামীণ নারীদের সবজি ও ফল ফলাদী উৎপাদন এবং বাজারজাত করণের দক্ষতা বাড়িয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা এবং পরিবারের সদস্যদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশিক্ষণে মানবপুষ্টি, মাটি স্বাস্থ্য, সুষম সার, ভাল বীজ ও ভাল চারা, জেন্ডার সচেতনতা, সবজী ও ফল বাজারজাতকরণ এবং বিভিন্ন সজবীতে গুটি সারের ব্যবহার শেখানো হয়। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে বিভিন্ন সবজীতে গুটি সারের ব্যবহার হাতে কলমে শেখানো হবে।
প্রশিক্ষণ প্রদান করেন কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন, আইএফডিসি ফিল্ড মনিটরিং অফিসার জহিরুল ইসলাম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শিউলি আক্তার প্রমুখ।
Design and developed by zahidit.com