ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে বড় মাছ বাজারের ‘সততা ফিস ’ মাছের আড়ৎে দেখা মিললো বিরল প্রজাতির ৮ফুট লম্বা ও ৮২ কেজি ওজনের ২টি গোলপাতা সামুদ্রিক মাছ।
শনিবার সকাল থেকেই মাছ ২টি দেখতে উৎসুক দর্শনার্থীরা ভীড় করতে থাকে মাছের আড়ৎে। এদিকে প্রতি কেজি মাছ সাড়ে ৩ শত টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানান আড়ৎ ব্যবসায়ীরা।
সততা ফিস আড়ৎের কর্ণধর শেখ সজীব হোসেন জানান, কক্সবাজার থেকে মহাজনরা মাছ ২টি আমার আড়ৎে পাঠান। বড় গোলপাতার ন্যায় এই মাছের ২টি ডানা থাকায় এর নাম হয়েছে গোলপাতা মাছ।
পরে মাছ ২টি ব্যবসায়ী আনোয়ার হোসেন আড়াই শত টাকা কেজি দরে মোট বিশ হাজার টাকায় ক্রয় করেন। সামুদ্রিক এই গোলপাতা মাছ খেতে অনেক সুস্বাদু বলে জানান, শেখ সজীব হোসেন।
এই ধরনের সামুদ্রিক ও বড় জাতের মাছ এই বাজারে প্রথম আসায় উৎসুক মানুষের ভীড় একটু বেশি বলে মনে করেন, কোটচাঁদপুর মাছ ব্যবসায়ী সমিতি।
Design and developed by zahidit.com