ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮
কোটচাদপুর প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুরে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সিলিং’র পলেস্তারা খসে বৈশাখী (১৩) নামে অষ্টম শ্রেণীর একছাত্রী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে আহত বৈশাখীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রেণীকক্ষের পলেস্তারা খসে পড়ার ঘটনায় ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত শ্রেণীকক্ষ ত্যাগ করে বাইরে বেরিয়ে আসে। এ অবস্থায় কর্তৃপক্ষ তাৎক্ষণিক ভাবে স্কুল ছুটি ঘোষনা করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী জানান, দুপুর সাড়ে ১২ টায় ১০৫ নং কক্ষে অষ্টম শ্রেনীর ক্লাস চলছিল। এ সময় আকষ্মিক ভাবে সিলিং’র পলেস্তারা খসে পড়লে ক্লাসের পাঠরত বৈশাখী (১৩) আহত হয়। খসে পড়া পলেস্তারা বৈশাখীর কোমর ও ঘাড়ে পড়লে সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। বৈশাখীর অবস্থা দেখে সহপাঠীরাও দ্রুত ছোটাছুটি করে বেরিয়ে আসে।
তিনি আরো জানান, ১৯৫৩ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর ষাটের দশকের প্রথম দিকে স্কুলের এ ভবণ নির্মাণ করা হয়। প্রায় ষাট বছর যাবৎ জোড়াতালি দিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালু রাখা হয়েছে। বর্তমানে এ ভবন ব্যবহার অনুপযোগি হওয়ার পরও শ্রেণী কক্ষের সংকটের কারণের বাধ্য হয়েই এখানে ক্লাস নেওয়া হচ্ছে। বিগত দিনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে ভবনের দৈন্য দশার বিবরণ দিয়ে পত্র মারফত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
এর প্রেক্ষিতে ২০১৫ সালের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। উপজেলা প্রশাসনও এ ভবনের ক্লাস না নেওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু উপজেলা একমাত্র বালিকা বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ১২০০ ছাত্রী লেখা পড়া করছে। তাছাড়া একই সাথে ১৮টি শ্রেণী কক্ষে শিক্ষকদের ক্লাস নিতে হয়। সে কারণে ইচ্ছা না থাকলেও কক্ষ সংকটের কারণে পরিত্যক্ত ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস নিতে হচ্ছে।
এদিকে পলেস্তারা খসে ছাত্রী আহত ঘটনায় অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া বলেন, আমি শুনেছি ও খোজ নিয়ে জেনেছি সে এখন অনেকটা সুস্থ্য এবং উক্ত ভবন পরিত্যক্ত কি না আমার জানা নাই।
কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা জানান, ঘটনাটি আমার জানা ছিলনা এবং আমি এখনি এ ব্যপারে খোজ নিচ্ছি ও বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Design and developed by zahidit.com