কোটচাঁদপুরে গরু চোর চক্রের ৩ সদস্য আটক

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

কোটচাঁদপুরে গরু চোর চক্রের ৩ সদস্য আটক

কোটচাদপুর প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে গরু চোর চক্রের ৩ সদস্য কে আটক করেছে পুলিশ। বুধবার রাতে তাদের কে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের স্বীকারক্তি অনুযায়ী উপজেলার জগনাথপুর মাঠের আঁখ ক্ষেত থেকে হাত-পাঁ বাধা ২ টা চোরাই গরু উদ্ধার করা হয়।

আটককৃতরা হল জগনাথপুর গ্রামের আসাদুলের ছেলে কাকন (১৯) একই গ্রামের নমিনুর মন্ডলের ছেলে সিহাব (১৮) ও কাগমারী গ্রামের বাবুল মন্ডলের ছেলে নয়ন মন্ডল (২২)।

স্থানীয় সুত্রে জানা যায়, আটক কৃত চোর চক্রের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরি করে থাকে। বুধবার বিকালে জগনাথপুর মাঠ থেকে ২ টা গরু চুরি করে হাত-পাঁ বেধে আঁখ ক্ষেতে লুকিয়ে রাখে। এ সময় গ্রামের চৌকিদার আমিনুর ইসলাম তাদেরকে দেখে ফেলায় গরু রেখে চোরেরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের স্বীকারক্তি অনুযায়ী জগনাথপুর মাঠের আঁখ ক্ষেত থেকে ২টা চোরাই গরু উদ্ধার করা হয়। পরে মালিক একই গ্রামের হাসেম আলী ও লুতফর মন্ডলের নিকট ফেরত দেওয়া হয়।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, গরু চোর চক্রের ৩ সদস্য কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের হয়েছে যার নং-৮ । তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ