ঝিনাইদহে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮

ঝিনাইদহে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:

ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কোটচাদপুর উপজেলা শহর থেকে তিনটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিবার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসাবে কোটচাদপুর উপজেলা শহরের মেইন বাস স্টান্ড ও তালসার সড়কের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ওজনে কম দেওয়া অভিযোগে মেসার্স নজরুল ইসলাম নামের চালের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ বিস্কুট, কেক, আচার, কোমল পানীয়, ফেস পাউডার রাখা এবং বিক্রির দায়ে ইসলাম পান স্টোর ও বিউটি স্টোর কে পৃথক ভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ