ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৭
ঝিনাইদহ থেকে:
শেষ হল শৈলকুপা উপজেলার নির্বাচিত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের দিন ব্যাপী বিতর্ক কর্মশালা।
“যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার” স্লোগানটিকে সামনে রেখে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে, জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি বাস্তবায়ন করতে চলেছে ঝিনাইদহ জেলা বিতর্ক উৎসব -২০১৭।
সেই লক্ষ্যে ঝিনাইদহ জেলার অন্যান্য উপজেলার ন্যায় শৈলকুপা উপজেলার নির্বাচিত আট (০৮) টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০০ জন শিক্ষার্থীকে নিয়ে আলাদা আলাদা ভাবে নিজ নিজ প্রতিষ্ঠানে দিনব্যাপী বিতর্ক কর্মশালা করানো হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উসমান গণি, শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শামীম আহমেদ খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটি (জেডিএস) এর সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান।এছাড়া আরও অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন রাকিব হাসান, শাহমুন হাসান রাসিব ও সনাতন কর্মকার। সবগুলো প্রশিক্ষণই ভালোভাবে সম্পন্ন হয়।
প্রশিক্ষণ শেষে সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
Design and developed by zahidit.com