শৈলকুপায় শিক্ষার্থীদের জীবন পরিকল্পনা বিষয়ক প্রশ্নোত্তর পর্ব

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮

শৈলকুপায় শিক্ষার্থীদের জীবন পরিকল্পনা বিষয়ক প্রশ্নোত্তর পর্ব

 

এইচ,এম ইমরান, শৈলকুপা :
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে পরিকল্পিত জীবন গঠনের লক্ষ্যে গৃহীত কার্যক্রম “জীবন পরিকল্পনা” সেমিনার ও উন্মুক্ত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশ্নোত্তর পর্বে পৌর এলাকার বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান।
কিভাবে একজন ভাল মানুষ হওয়া যায়? কিভাবে জীবনের লক্ষ্যে পৌঁছানো যায়? কিভাবে সফল হওয়া যায়? কিভাবে মানুষের ভালবাসা পাওয়া যায়? ব্যর্থতা থেকে সফল হওয়া উপায় কী? জীবন পরিকল্পনা কী? জীবন পরিকল্পনা ও পরিবার পরিকল্পনার মধ্যে পার্থক্য কী?
টাকা ছাড়াতো জীবন চলেনা, তাহলে টাকার গুরুত্ব এত কম বললেন কেন? শিক্ষা জাতির মেরুদন্ড কেন? প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের এসব প্রশ্নের জবাব শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি বলেন, ব্যতিক্রমধর্মী দূর্লভ এ আয়োজনে শিক্ষার্থীদের চিন্তার জগতে নতুন আলোড়ন সৃষ্টি হবে বলে আশা করি।

এ সংক্রান্ত আরও সংবাদ