নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮

নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস

সুমন মালাকার,

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ
“ সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবনধারা”
“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই সব স্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় নানা আয়োজনে কোটচাঁদপুরে উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস।এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা চত্তর হতে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দিনব্যাপী নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩-আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আ,লীগের সভাপতি শরিফুন্নেছা মেকী, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মুন্সি ফিরোজা সুলতানা । কোটচাঁদপুর পৌর মেয়র মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, এসময় বিভিন্ন এলাকা থেকে আসা নারীদের উন্নয়ন মূলক দিকনির্দেশনা দেওয়া হয়। পরে অতিথিরা মেলায় আসা, উপজেলার বিভিন্ন নারী উদ্দোক্তা ও এনজিও সংগঠনের ষ্টল ঘুরে দেখেন।

এ সংক্রান্ত আরও সংবাদ