ঝিনাইদহে শিক্ষকের স্কেলের আঘাতে চোঁখ হারালো শিক্ষার্থী

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৭

ঝিনাইদহে শিক্ষকের স্কেলের আঘাতে চোঁখ হারালো শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দহকোলা গ্রামের মনতেজার রহমান মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুরাদ হোসেনের স্কেলের আঘাতে এক চোখ হারিয়েছে ওই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী মারিয়াতুছ ফোয়ার। এ ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।


শিক্ষার্থী ফোয়ারার বাবা শরিফুল ইসলাম অভিযোগ করেন, গত ১২ আগস্ট সকাল ১০ টার দিকে ফোয়ারার স্কেলে থাকা কালি ওই শিক্ষকের হাতে লেগে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই স্কেল দিয়ে ফোয়ারার চোখে আঘাত করেন। চোখে রক্তক্ষরণ হলে সেখান থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার চোখের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বলেন, তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠাতে হবে। বর্তমানে ওই শিক্ষার্থী নিজ বাড়িতে আছে। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ভারতে নিয়ে যেতে পারছেন না।
এ ঘটনায় মঙ্গলবার ফোয়ারার বাবা বাদি হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেন।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, থানায় এ সংক্রান্ত মামলা হওয়ার পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ