ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮
সুমন মালাকার, কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন-২০১৮ অভিভাবক সদস্য পদ প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ও বিলকিস খাতুনের পক্ষে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর জালের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে মোঃ শহিদুল ইসলাম ও বিলকিস খাতুনে ও মোঃ তোফাজ্জেল হোসেনের প্রস্তাবক ও সমর্থক নিজেরাই জানেন না যে তারা উক্ত প্রার্থীর প্রস্তাবক ও সমর্থনকারী হয়েছেন।
উক্ত নির্বাচনে অন্যান্য প্রার্থীগণ মোঃ জামির, রোকেয়া, হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ বরাবর একটি অভিযোগ করেছেন। উক্ত চিঠিতে প্রার্থীর পক্ষে প্রস্তাবক ও সমর্থনকারীর স্বাক্ষর জাল যাচাই বাছাইয়ের জন্য অভিযোগ করেছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যলায়ে মঙ্গলবার দুপুরে অভিযোগের পরিপেক্ষিতে সকলকে ডাকা হলে শহিদুল ইসলাম(ভাদু), বিলকিস খাতুন অসুস্থতার কথা বলে উপস্থিত হননি।
মঙ্গলবার ০৬ই ফেব্রুয়ারী মনোনয়ন যাচাই বাছাই শেষ দিন ছিল। যাচাই বাছাই করে স্বাক্ষর জাল প্রমাণ হয়েছে এবং তাদের অভিভাবক সদস্য পদ প্রার্থী বাতিল করা হয়েছে। বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম বলেন, অভিযোগকারীদের অভিযোগ মোতাবেক তথ্য ও স্বাক্ষর জাল প্রমাণিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া মুঠোফোনে পাওয়া যায়নি।
Design and developed by zahidit.com