ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ১২টি বোমাসহ আটক

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৮

ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ১২টি বোমাসহ আটক

ঝিনাইদহ,৬ ফ্রেব্রুয়ারী-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপাজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুনকে ১২টি বোমাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কোটচাঁদপুর শহরের বাজার পাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে। আটকের সময় সে অসুস্থ্য হয়ে পড়লে একটি এ্যাম্বুলেন্সে করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে, সন্ধ্যা ৬টার দিকে কোটচাঁদপুর শহরে তার বাড়িতে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানে পুলিশ ১২ টি বোম উদ্ধার করে। পুলিশি অভিযানের খবর শুনে নাজমা খাতুন অসুস্থ্য হয়ে পড়ে। এসময় পুলিশ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে ভর্তি করে।

প্রসঙ্গত, নাজমা খাতুন জামায়াত সমর্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করছেন।
কোটচাঁদপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলাম কারাগারে থাকায় সম্প্রতি নাজমা খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব দেওয়া হয়।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, তাকে ১২টি বোম সহ আটক করা হয়েছে। তার বাড়িতে নাশকতার পরিকল্পনা হচ্ছিল এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ