‘এটা রীতিমতো জুলুম’

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা, পেনশনসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধার দাবিতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশের মতো কোটচাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রোববার তিনদিনব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন।
সকালে পৌরকর্মীরা অফিসে তালা ঝুলিয়ে পৌরসভা চত্বরের বাইরে দাবি-দাওয়াসম্বলিত ব্যানার সেঁটে কর্মবিরতি শুরু করেন। এসময় সমাবেশও হয়।
সংগঠনটির স্থানীয় সভাপতি সেকেন্দার আলি তার বক্তব্যে বলেন, ‘আমরা চাকরি করি, বেতন পাই না। বেতনের নামে আমাদের সাথে প্রতারণা করা হয়। আমাদের মধ্যে সর্বনিম্ন ১৬ মাস এমনকি কেউ কেউ ২৬ মাসের বেতন পাইনি। আমাদের পরিবার পরিজন আছে। ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছি না। আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চেয়ে কম কাজ করি না। তবু কেনো আমরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবো? আমাদের সময় মতো বেতন নেই-ভাতা নেই, নেই পেনশন। এটা রীতিমতো জুলুম।’

এ সংক্রান্ত আরও সংবাদ