ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৮
কোটচাঁদপুর একই পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম
সুমন মালাকার, ঝিনাইদহ প্রতিনিধিঃ-
একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কোটচাঁদপুর উপজেলায় বৃদ্ধ মা’সহ একই পরিবারের ৬ সদস্যকে পিটিয়ে আহত করেছে প্রতিবেশী সন্ত্রাসী বিষারত ও তার ভাইয়েরা।
কোটচাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত কিনু মন্ডলের আহত স্ত্রী রাবেয়া বেগম (৬৫) জানান, শনিবার বিকালে তার ছেলের স্ত্রী ও মেয়ের সাথে প্রতিবেশী বিষারত সরদারের স্ত্রীর তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার সূত্র ধরে ওই দিন রাত ৯টার দিকে হঠাৎ করে প্রতিবেশী মৃত দাউদ সরদারের ছেলে বিষারত তার ভাই শরিফ, বিল্লাল এবং শরিফে দুই ছেলে রাসেল ও তাসেল গাছি দা, ডাসা ও লোহার রডসহ ৭/৮ জন বৃদ্ধ রাবেয়া বেগমের বাড়িতে ঘুমন্ত মানুষের উপর হামলা চালায়। এতে রাবেয়া বেগম (৬৫), ছেলে ফারুক (৩০), রিপন (২৮), মেয়ে মর্জিনা (৪০) ছেলে বৌ আলিয়া (৪০) ও পারুল (২৫) আহত হয়।
ঘটনার পর পরই মারাত্মক জখম বৃদ্ধ মা রাবেয়া বেগম তার ছেলে ফারুক কে স্বজনেরা একটি ইঞ্জিন চালিত ভ্যানে হাসপাতালে আনতে গেলে ওই সন্ত্রাসীরা পথের মধ্যে খালিশপুর হঠাৎ পাড়া’র নিকট গতিরোধ করে। এ সময় স্থানীয় মানুষের বাঁধার মূখে সন্ত্রাসীরা ঘটনা স্থল ত্যাগ করে। ওই রাতেই মা রাবেয়া বেগম ও ছেলে ফারুককে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে রিপন বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
বিষয়টি নিয়ে গোবিন্দপুরের ইউপি মেম্বার তাফসির নিকট জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, খুবই সামান্য বিষয় নিয়ে এ ধরণে গোলযোগ করা বিষারতদের ঠিক হয়নি। আমি উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।
কোটচাঁদপুর মডেল থানার আফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি দ্রুত তদন্ত সাপক্ষে দেখা হচ্ছে।
Design and developed by zahidit.com