কৃর্তি শিক্ষার্থীদের পুরস্কার বিতারণ ও মহুরম ইমাম রবিউলের স্মরণে দোয়া

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৮

কৃর্তি শিক্ষার্থীদের পুরস্কার বিতারণ ও মহুরম ইমাম রবিউলের স্মরণে দোয়া

সুমন মালাকার,কোটচাঁদপুর প্রতিনিধিঃ
শুক্রবার বিকালে কোটচাঁদপুর রাঙ্গীয়াপোতা পাঠাগার মিলাতায়নে অাদর্শ পাঠাগারের সৌজন্যে কৃর্তি শিক্ষার্থীদের পুরস্কার বিতারণ ও মহুরম ইমাম হাফজে রবিউল ইসলাম ভুট্টোর স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাষ্টার গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য শামীম অারা হ্যাপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান খাঁন চেয়ারম্যন ৫ নং এলাঙ্গী ইউনিয়ন পরিষদ, কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের অাহবায়ক সাদিয়া অাক্তার (পিংকি), এছাও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। উক্ত অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন এ্যাডঃ অাশরাফুল অালম ও মনিরুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন পাঠাগারের সাধারণ সম্পাদক রকিব উদ্দীন। প্রধান অতিথি শামীম অারা হ্যাপি বক্তব্যকালে বলেন অামি অাপনাদের পাশে অাছি এবং অাপনাদের সহযোগীতা করে যাব অার পাঠাগারের জন্য অামি অারও কিছু কাজ করবো। এরপর মহুরম ইমাম হাফেজ রবিউল ইসলাম ভুট্টোর স্মরণে দোয়া অনুষ্ঠান করেন ও এলাকার কিছু কৃর্তি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ