এনজিও’র ঋণের ভারে আক্রান্ত সালেহার আত্মহত্যা

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭

এনজিও’র ঋণের ভারে আক্রান্ত সালেহার আত্মহত্যা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী দুই সন্তানের জননী সালেহা বেগম (৫৩) এনজিও’র ঋনের কিস্তি সময় মতো দিতে না পারায় অবশেষে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

 

সোমবার সকালে বসত ঘরে সালেহার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত দেহ তার আত্মীয়-স্বজন নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান সে অনেক আগে মারা গেছে।

বিভিন্ন সূত্র জানায়, অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে সালেহা সমিতি গঠন করে এনজিও থেকে ঋন গ্রহন করেন। দারিদ্রতার কারনে সালেহা উক্ত ঋনের কিস্তি সময় মতো দিতে পারতেন না। এ জন্য এনজিও কর্মিরা সালেহার উপর অমানবিক চাপ প্রয়োগ করে আসছিল। এরই ধারাবাহিকতায় এনজিও কর্মিরা রবিবার কিস্তি নিতে এসে না পেয়ে তার সাথে চরম দুর্ব্যাবহার করে শাসিয়ে যায়।