ঢাকা ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
কোটচাঁদপুর (ঝিনাইদহ): কোটচাঁদপুর উপজেলা বঙ্গবন্ধু পাঠচক্রের বই বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা অডিটরিয়ামে এ সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপলেজা নিবার্হী অফিসার নাজনীন সুলতানা,কোটচাঁদপুর পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম(জাহিদ),মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, মহেশপুর বঙ্গবন্ধু পাঠচক্রের সভাপতি অশোক কুন্ডু।
এ ছাড়া উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম আলী, আওয়মী লীগ নেতা কাজী আলমগীর, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান বুলবুল, বলুহর ইউনিয়ন আব্দুল মতিন।
এছাড়া ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন,ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো: নবী নওেয়াজ। এ সময় তিনি পাঠচক্রের গুরুত্ব তুলে ধরে বলেন, এ পাঠ চক্রের ,মাধ্যমে বঙ্গবন্ধুর জীবিনী মানুষের মাঝে পৌছে দিতে হবে।
জানাতে হবে নতুন প্রজন্ম কে। তিনি বলেন আর কাজকে আরো গতিশীল করার জন্য ইতোমধ্যে মহেশপুরে বঙ্গবন্ধু পাঠচক্রের কমিটি গঠন করা হয়েছ্ কোটচাঁদপুরেও একটা কমিটি করা হবে। তাদের মাধ্যমে এ উপজেলার স্কুল ,কলেজ,মাদরাসার নতুন প্রজন্মের ছাত্র/ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরতে হবে।
Design and developed by zahidit.com